সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক :টাঙ্গাইলের বাসাইলে লাঙ্গুলিয়া নদী থেকে হাসিব মিয়া (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ওই শিশুটির লাশ উদ্ধার করা হয়। নিহত হাসিব মিয়া উপজেলার কলেজপাড়া (কাটাখালি) এলাকার শাকিল মিয়া ছেলে।
স্থানীয়রা জানান, গত মঙ্গলবার দুপুর থেকে হাসিবকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিলো না। বাড়ির পাশের নদীতে ডুবে যেতে পারে ভেবে বিষয়টি উপজেলা ফায়ার সার্ভিসে জানানো হয়। খবর পেয়ে ডুবুরি দল ওই নদীতে উদ্ধার কাজ চালায়। ওইদিন শিশুটিকে না পেরে কাজ সমাপ্ত করা হয়। পরে বৃহস্পতিবার সকালে শিশুটির লাশ নদীতে ভেসে উঠে। খবর পেয়ে শিশুর লাশ তার পরিবার বাড়িতে নিয়ে যায়।