
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : টাঙ্গাইলের মির্জাপুরে একটি পেপার মিলস্ ও দুটি ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার(৩০ অক্টোবর) দুপুরে মির্জাপুরের সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈনুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম ও কর্মকর্তা সজীব কুমার ঘোষ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈনুল হক জানান, অপরিশোধিত তরল বর্জ্য বাইপাস লাইনের মাধ্যমে সরাসরি নির্গত করায় মহেড়া পেপার মিলস লিমিটেডকে এক লাখ টাকা, ইটভাটায় জ্বালানী কাঠ ব্যবহার করায় মেসার্স কালাম ব্রিকসকে পঞ্চাশ হাজার টাকা ও মেসার্স হাবিব ব্রিকসকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর আওতায় জরিমানা করা হয়। এসময় মহেড়া পেপার মিলস লিমিটেডকে সার্বক্ষণিক ইটিপি চালানো ও ইটভাটা দুইটিকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে পরিচালনার নির্দেশও প্রদান করা হয়।