
সোনালী বাংলাদেশ ন্টিউজ ঙ্গাইল জেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষণার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোশারফ হোসেন খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফউজ্জামান স্মৃতি, জেলা তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ প্রমুখ।
এ সময় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, যাচাই বাছাই শেষে জেলার চার হাজার একশ’ ৬৪ জন ভিক্ষুককে পুনর্বাসন প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। এদের পুনর্বাসনের জন্য এক কোটি ১০ লাখ ৮৮ হাজার ৩৬৫ টাকার তহবিল সংগৃহীত হয়েছে।