সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : টাঙ্গাইলের ধনবাড়ীতে ‘মেধাই শক্তি, মেধাই প্রতিভার বিকাশ’ এই স্লোগান নিয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ হলরুমে শিক্ষার্থীর মধ্যে এ বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ হারুনার রশিদ হীরা। প্রতিভা বৃত্তি প্রকল্পের সভাপতি মাহবুবুর রহমান খান খসরুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর ফারুক আহমাদ ফরিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শামছুল হুদা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, প্রেসক্লাব সম্পাদক আনছার আলী, প্রতিভা বৃত্তি প্রকল্পের সচিব এসএম শামছুল হক প্রমুখ।
এ সময় ধনবাড়ী, মধুপুর, গোপালপুর ও সরিষাবাড়ী উপজেলার ২০২ জন শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ তুলে দেয়া হয়। এ ছাড়াও এ বছর ১৪টি স্কুলের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পুরো ১ বছরের শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে।