সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : ‘পুলিশের সঙ্গে কাজ করি- মাদক, জঙ্গি সন্ত্রাসমুক্ত দেশ গড়ি, স্লোগানে টাঙ্গাইলের সখীপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সখীপুর থানা পুলিশের আয়োজনে গতকাল শনিবার সকালে এ উপলক্ষে ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। পরে একটি র্যালি ও শোভাযাত্রা বের হয়ে মোখতার ফোয়ারা হইতে হাসপাতাল গেইট হয়ে পুনরায় মোখতার ফোয়ারা এসে শেষ হয়।
শোভাযাত্রা, র্যালি ও আলোচনা সভায় এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, ইউএনও মো. আমিনুর রহমান, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সখীপুর থানার ওসি আমীর হোসেন, ওসি (তদন্ত) লুৎফুল কবির, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও মহিলা আবাসিক মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ রেনুবর রহমান, বোয়ালী কলেজের অধ্যক্ষ সাঈদ আজাদ, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, সাধারণ সম্পাদক এনামুল হক, সখীপুর থানার সেকেন্ড অফিসার বদিউজ্জামান, পুলিশের অন্যান্য কর্মকর্তা,পুলিশ সদস্যবৃন্দ, গ্রাম পুলিশের সদস্য এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যগণ সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।