সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক :সখীপুরে উপজেলা যুবলীগের পরিচিতি ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২২ অক্টোবর ) উপজেলা ডাকবাংলো হল রুমে পরিচিতি ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের আহ্বায়ক এম.এ সবুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাাইল জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সখীপুর ইউসিসিএ লি. এর চেয়ারম্যান কে.বি.এম রুহুল আমিন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমাস আজাদ ও যুগ্ম আহ্বায়ক সজীব আহমেদের যৌথ সঞ্চালনায় এ সময় টাঙ্গাইল জেলা যুলীগের সহ-সম্পাদক মোর্শেদ মজনু, সদস্য সুলতান মাহমুদ বাবুল সহ বিভিন্ন ইউনিয়ন যুবলীগের সভাপতি-সম্পাদক ও অন্যান্য পর্যায়েরর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা এ সময় মাদক, জুয়া, দূর্নীতি, সন্ত্রাসী কার্যক্রম ও যুবলীগে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়ানো ও সচেতন থাকার আহ্বান জানান।
এসময় সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয় থাকায় ও মেয়াদ ওত্তীর্ণ হওয়ায় কাকড়াজান, গজারিয়া ও বহুরিয়া ইউনিয়ন যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং অতি দ্রুত কমিটি বিলুপ্ত হওয়া ইউনিয়ন গুলোতে নতুন কমিটি করা হবে বলেও জানানো হয়।
অন্যদিকে, দীর্ঘদিন পরে উপজেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হওয়ায় ও অকার্যকর নিষ্ক্রিয় ইউনিয়ন কমিটিগুলো ভেঙ্গে দিয়ে নতুন কমিটি করার সিদ্ধান্তকে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সকল নেতা-কর্মীরা সাধুবাদ জানান।