সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়” এই ম্লোগান নিয়ে মঙ্গলবার টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। টাঙ্গাইল জেলা প্রশাসন ও বিআরটিএ এ র্যালিটির আয়োজন করে। র্যালিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, এনজিও ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। পরে শহীদ মিনারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিসস্ট্রেট মোঃ মশিউর রহমান খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মোঃ শফিকুল ইসলাম, টাঙ্গাইল জেলা বাস-কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনির, টাঙ্গাইল বিআরটিএ’র সহকারী পরিচালক মোঃ আবু নাঈমসহ অনেকে। আলোচনা সভায় বক্তারা, সড়ক দুর্ঘটনা রোধে গাড়ি চালকসহ সকলকে যথাযথ ভাবে ট্রাফিক আইন মেনে চলার আহবান জানান।