সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : টাঙ্গাইলের কালিহাতীতে ৭বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে কালিহাতী থানায় মামলা করা হয়েছে। গতকাল রোববার (২০ অক্টোবর) রাতে শিশুটির বাবা বাদি হয়ে ১জনকে আসামি করে মামলা করেছেন।
অভিযুক্ত ওই ব্যাক্তি উপজেলার নারান্দিয়া ইউনিয়নের যদুরপাড়া গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে নাজিমুদ্দিন (৩৭)।
জানা যায়,শনিবার (১৯অক্টোবর) দুপুরে ওই শিশুটি যদুরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি পুকুরে গোসল করতে যায়। সেখানে শিশুটি একা থাকায় নাজিমুদ্দিন জোরপূর্বক তার হাত-পা বেধে বলাৎকার করে।পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে নাজিমুদ্দিন পালিয়ে যায়।পরে তারা শিশুটিকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে।শিশুটি বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
এবিষয়ে কালিহাতী থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা লুৎফর রহমান বলেন,শিশু বলাৎকারের বিষয়ে শিশুটির বাবা বাদি হয়ে মামলা দায়ের করেছেন।অাসামি পলাতক রয়েছে।তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান