কালিহাতী, প্রতিনিধি ঃ শহীদ শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোর, শুভবুদ্ধিসম্পন্ন লোকের মানুষের কাছে ভালবাসার নাম। ১৮ অক্টোবর রোজ শুক্রবার শেখ রাসেলের জন্মদিন। এ উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা কলেজ মোড়ে বিকাল ৪ টায় আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বঙ্গবন্ধু পুত্র শেখ রাসেলের জন্মদিন পালন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল ০৪ কালিহাতী আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ হাছান ইমাম খান সোহেল হাজারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ আনছার আলী (বি. কম), আরও উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি রিয়াজ উদ্দিন, কালিহাতী উপজেলা ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, এলেঙ্গা পৌরসভা মেয়র নূরে আলম সিদ্দিকী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও দশকিয়া ইউ পি চেয়ারম্যান এম. এ. মালেক ভ্ইূয়া, কালিহাতী উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, কালিহাতী উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, কালিহাতী উপজেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক অজয় কুমার দে (লিটন), উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ আসলাম সিদ্দিকী, উপজেলা যুবলীগ সভাপতি নূর নবী সরকার, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক শাহআলম মোল্লা, মোঃ শফিকুল ইসলাম শফি সহ অঙ্গসংগঠনের আরো অনেক নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন রেজাউল করিম, অনুষ্ঠানটি সঞ্চালন করেন মোঃ নাজমুল হাসান।
এ সময় আলোচনা শেষে দোয়া মাহফিল, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়।