সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক :সমগ্র বেসরকারী শিক্ষা একযোগে জাতীয়করণ, ননএমপিওদের এমপিওভূক্তকরণ, অবসর সুবিধা ও কল্যান ট্রাস্টের ৬% পূর্নবহালের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করেছে টাঙ্গাইল বেসরকারি শিক্ষক কর্মচারী চাকুরী জাতীয়করণ আন্দোলন বাস্তবায়ন কমিটি। বুধবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এতে বক্তব্য রাখেনÑ অধ্যাপক এ কে এম আব্দুল আউয়াল, অধ্যাপক এস এম মনিরুজ্জামান, অধ্যাপক তরুণ ইউসুফ, আব্দুল্লাহ আল মামুন, সোরহাব, মাসুদ, মিজানুর রহমান, আব্দুল লতিফ, জিল্লুর রহমান, জহুরুল ইসলাম শাহিন, শান্ত, শাহজাহান কবির, আলমগীর হোসেন, হযরত আলী, পুলিশ লাইন্স্ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের প্রমুখ।
এ সময় বক্তরা বলেন, শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূরীকরণ ও একনীতির শিক্ষা ব্যবস্থা চালু এখন সময়ের দাবি। তাই চাকরি একযোগে জাতীয়করণই হলো শিক্ষা বাচানোর একমাত্র সমাধান।