
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক :টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় আমিনুল ইসলাম (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার সকালে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার কামাক্ষামোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম উপজেলার সল্লা ইউনিয়নের দেউপুর চকপাড়া গ্রামের মেছের উদ্দিনের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আমিনুল প্রতিদিন সকালে জোকারচর এলাকার একটি বেকারি থেকে রুটি, বিস্কুট, কেক এনে বিভিন্ন দোকানে বিক্রি করে। তারই ধারাবাহিকতায় বুধবার সকালে আমিনুল মোটরসাইকেলযোগে বাড়ি থেকে বের হয়ে ওই বেকারিতে যাওয়ার পথে কামাক্ষামোড় এলাকায় পৌঁছালে অজ্ঞাত গাড়ি চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্বজনরা খবর পেয়ে নিহতের মরদেহ বাড়িতে নিয়ে যায়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মোশারফ হোসেন বলেন, দুর্ঘটনার বিষয়টি আমি শুনেছি। লাশ পরিবারের লোকজন বাড়িতে নিয়ে গেছেন।