সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক :ক্ষুধামুক্ত বাংলাদেশ বিনির্মাণে সবার জন্য পর্যাপ্ত ও পুষ্টিকর খাদ্য চাই ও খাদ্য অধিকার আইন চাই এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ বুধবার সকালে খাদ্য অধিকার বাংলাদেশ টাঙ্গাইল জেলা কমিটির আয়োজনে টাঙ্গাইল বিবেকানন্দ স্কুল এন্ড কলেজের সামনে থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বিবেকানন্দ স্কুল এন্ড কলেজের সামনে গিয়ে শেষ হয়ে পরে জেলা প্রশাসক বরাবর স্বারক লিপি প্রদান করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন খাদ্য অধিকার বাংলাদেশ টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি খন্দকার নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক মঞ্জুরানী প্রামানিক, বিবেকানন্দ স্কুল এন্ড কলেজের অধক্ষ আনন্দ মোহন দে, জেলা সিনিয়র শাস্থ্য কর্মকর্তা মঞ্জুর হাছান তালুকদার প্রমুখ।