
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : টাঙ্গাইলে বসুন্ধরা সিমেন্টের শুভ হালখাতা-১৪২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল সিলমী পার্টি প্যালেসে বসুন্ধরা সিমেন্টের এক্রকুসিভ ডিস্ট্রিবিউটর মেসার্স রাবিতা এন্টারপ্রাইজ এর উদ্যোগে শুভ হালখাতা-১৪২৬ অনুষ্ঠিত হয়। মেসার্স রাবিতা এন্টারপ্রাইজ এর পরিচালক মেরী সুলতানা কুহেলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল-৩ ঘাটাইল সংসদ সদস্য আতাউর রহমান খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ ডিভিশন ডেপুটি ম্যানেজার মো. আতিকুর রহমান, টাঙ্গাইল এরিয়া সেলস ম্যানেজার মো. আব্দুল্লাহসহ বসুন্ধরা সিমেন্টের টাঙ্গাইল জেলার সকল কর্মকর্তা বৃন্দ। শুভ হালখাতা অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক রিটেইলার ও ইঞ্জিনিয়ার, ঠিকাদার উপস্থিত ছিলেন। এসময় সকল বিক্রেতাদের কমন গিফন্টসহ সেরা বিক্রেতাদের মাঝে প্রথম পুরস্কার পান মেসার্স রাবিতা এন্টারপ্রাইজ।