
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : আগুন নিয়ন্ত্রন ও দূর্যোগ মোকাবিলায় টাঙ্গাইলের কালিহাতী আর. এস. পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা ও বাস্তবমূখী প্রশিক্ষনের লক্ষ্যে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে। ১৩ অক্টোবর রোজ রবিবার বেলা ১১ টায় উপজেলা প্রসাশন ও দূর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে কালিহাতী আর. এস. পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠান হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে কালিহাতী সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান উপস্থিত থেকে মহড়াটি প্রত্যক্ষ করেন। উক্ত অনুষ্ঠানে অন্যান্য আরও উপস্থিত ছিলেন কালিহাতী পি আই ও সেহাব উদ্দিন, ফায়ার সার্ভিসের সাব অফিসার মোঃ আবুল কালাম, কালিহাতী আর. এস. পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান সহ অন্যান্য সহকারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।