
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
এ উপলক্ষে আজ রোববার সকালে শহরের শান্তিকুঞ্জ মোর এলাকায় জেলা বিএনপি’র সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি,আতাউর রহমান জিন্নাহ, জিয়াউল হক শাহীন, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, আশরাফ পাহেলী, জেলা মহিলাদলের সাধারন সম্পাদক এডভোকেট মমতাজ করিম, প্রচার সম্পাদক একেএম মনিরুল হক মনির ও জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ। এছাড়া, বিএনপি ও এর অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা অভিলম্বে আবরার ফাহাদ এর খুনীদের দৃষ্টান্তমুলক শাস্তি ও বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন।