
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক :টাঙ্গাইলের সখীপুরে মাদক ও মারামারি মামলায় পরওয়ানাভূক্ত আসামি যুবলীগ নেতা রিপন তালুকদারকে (৩০) পুলিশ গ্রেপ্তার করেছে সখীপুুুুুুুুুুুুুর থানা পুলিশ। শনিবার ভোরে জেলখানা মোড় এলাকার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শনিবার(১২ অক্টোবর) দুপুরে পুলিশ তাঁকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
তিনি উপজেলার পাথারপুর গ্রামের আহমেদ আলী মাস্টারের ছেলে ও গজারিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
সখীপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক এম এ সবুর বলেন, আমরা সখীপুর উপজেলা যুবলীগ সব সময় মাদকের বিরুদ্ধে সোচ্চার আছি, এ ঘটনায় আমরা জরুরী সভার মাধ্যমে রিপন তালুকদারকে সংগঠন থেকে বহিষ্কার করেছি।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) বদিউজ্জামান জানান, রিপন তালুকদার দীর্ঘদিন যাবত মাদক সেবন ও ব্যবসার সাথে জড়িত রয়েছে এবং তার বিরুদ্ধে মাদক ও মারামারির মামলায় দুটি গ্রেপ্তারি পরওয়ানা জারি ছিল। তিনি দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়।