
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : টাঙ্গাইলের সদর উপজেলার করটিয়ায় স্কুল মাঠ প্রাঙ্গনে মানসিক প্রতিবন্ধীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে শুক্রবার সকালে সা’দত আলী খান পন্নী ওয়েলফেয়ার ফাউনডেশনের উদ্দেগ্যে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, করটিয়া ইউপি চেয়ারম্যান খালেকুজ্জামান চৌধুরী মজনু । তিনি বলেন, প্রতিবন্ধীদের নিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
সা’দত আলী খান পন্নী ওয়েলফেয়ার ফাউনডেশনের সদস্য সাজ্জাত করিম খান’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,বায়েজিত খান পন্নীর কন্যা ডাঃ উম্মতিজান মাখছুমা পন্নী, মুক্তিযোদ্ধা মানব কল্যাণ ফাউনডেশনের যুগ্ম সম্পাদক এস এম শামছুল হুদা, প্রভাষক ডাঃ মাহবুব আলম মাহাফুজ, প্রধান শিক্ষিকা আয়শা বেগম, বির্বাহী সদস্য এনামুল হক বাপ্প ও কোষাদক্ষ আইনুল হক প্রমুখ।
অনুষ্ঠান টি পরিচালনা করেন আবুল বাশার আনোয়ার ।
বক্তরা বলেন, টাঙ্গাইলের ঐতিহ্যবাহি পন্নী পরিবারের সন্তান অকালপ্রয়াত সা’দত আলী পন্নীর স্বরণে ১৯৯১ সালে এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। ইতোপূর্বে এখান থেকে অনেক প্রতিবন্ধী সুস্থ্য হয়ে সংসার জীবন যাপন করিতেছে।
প্রতি শুক্রবার মানুষের কল্যাণে শতাধিক প্রতিন্ধীদের বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হয়।