সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক: সোমবার রাতে টাঙ্গাইল সদর উপজেলার এনায়েতপুর বৈল্লা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লায়লা তালুকদার (৩৪) গালা গ্রামের মৃত সোহরাব তালুকদারের মেয়ে।
এ সময় তার কাছ থেকে ৯৭০পিস ইয়াবা ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মঙ্গলবার সকালে র্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার শফিকুর রহমান এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেফতারকৃত লায়লা তালুকদার জানায়, তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা বড়ি অবৈধভাবে সংগ্রহ করে বিভিন্ন এলাকায় মাদক সেবীদের কাছে চাহিদা অনুযায়ী ইয়াবা বড়ি সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্ভুব্ধ করে আসছিল।
ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার শফিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। পরে রাতেই এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়।