শিরোনাম
মির্জাপুরে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন Headline Bullet       টাঙ্গাইল ডিএফএ এর সাধারণ সম্পাদক আতিকুর রহমান জামিলের স্মরণে শোকসভা  Headline Bullet       দেশে এবার নির্মাণ হবে দৃষ্টিনন্দন ২৬১ গম্বুজ মসজিদ Headline Bullet       মির্জাপুরে ফজলুর রহমান খান ফারুক ফুটবলে কালিয়াকৈর চ্যাম্পিয়ন Headline Bullet       অনিয়মের অভিযোগে শিক্ষক বরখাস্ত, প্রতিবাদের শিক্ষার্থীদের ক্লাস বর্জন Headline Bullet       নাগরপুরে জনসভাকে ঘিরে প্রকাশ্যে এলো এমপি-উপজেলা আ’লীগের দ্বন্দ্ব Headline Bullet       মির্জাপুরে ডেঙ্গু সচেতনতায় র‌্যালি Headline Bullet       বিয়ের ২ দিন পর পুকুরে গোসল করতে গিয়ে লাশ হলেন যুবক Headline Bullet       নাগরপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত Headline Bullet       মির্জাপুরে দুর্গাপূজার প্রস্তুতি ও আইনশৃৃৃঙ্খলা সভা Headline Bullet      

অবৈধ ড্রেজার দ্বারা বালু উত্তোলন বন্ধের দাবিতে টাঙ্গাইল প্রেস ক্লাবে সংবাদ সংম্মেলন

সোনালী বাংলাদেশ নিউজ
সম্পাদনাঃ ০৮ অক্টোবর ২০১৯ - ০৩:১৮:৫৬ পিএম


সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : অবৈধ ড্রেজার দ্বারা বালু উত্তোলন বন্ধের দাবিতে আজ টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়ন ও কাকুয়া ইউনিয়নের বাসিন্দারা সংবাদ সম্মেলন করেছেন । আজ মঙ্গলবার সকাল ১১.৩০ মিনিটে টাঙ্গাইল প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ।
সংবাদ সম্মেলনে এলাকার বাসির পক্ষে লিখিত বক্তব্যে কোহিনুর সরকার বলেন , লাল মিয়া, পিতা: আকবর আলী গ্রাম: পাইকমুড়িল, আজিজুল পিতা বারেক মোল্লা গ্রাম কাকুয়া এরা এলাকায় ভুমিখেকো হিসেবে পরিচিত এবং অবৈধ ভাবে লোকাল ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করে আসিতেছে । প্রকৃত জমির মালিকগন বারবার বাধা দিলেও কোন কিছুর তোয়াক্কা না করে ভুমিখেকো লালমিয়া ও আজিজুল তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে ।বিশেষ করে ক্ষতিগ্রস্ত আবাদি ভুমি যার দাগ নং ২১৭৩,২১১৫,২১১৭,২১১৮,২১৭৫,২১৭৪ এর খতিয়ান নং ১০৭,১০৮,৩৯৪,৩১৯,৩৯৬ । এতে করে জমির মালিকগন ও ফসলি জমির ব্যাপক ক্ষতি হচ্ছে তেমনি প্রকৃতির বিরুপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে । ভুক্তভোগীরা লিখিত ভাবে স্থানীয় ভুমি অফিস , উপজেলা ভুমি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ করে কোন ফলাফল না পাওয়ায় , বিগত ১৮-০৯-২০১৯ ইং জেলা প্রশাসাক বরাবর লিখিত অভিযোগ করেন ভুক্তভোগীরা । যার পরিপ্রক্ষিতে ম্যাজিষ্ট্রেটের একটি টীম গ্রাম পাইকমুড়িল, কাকুয়া ও ওমরপুর এলাকা পরিদর্শন করেন গত ২৩-০৯-২০১৯ ইং তারিখে । এলাকা পরিদর্শনের সময় অবৈধ ২জন বালু ব্যবসায়ীকে আটক ও ২টি ড্রেজার মেশিন পোড়ানো হয় । ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উভয়কেই ০১ মাসের কারাদন্ড দেওয়া হয় । ম্যাজিষ্ট্রেটের অভিযান টের পেয়ে লাল মিয়া ও আজিজুল গা ঢাকা দেয় । ২দিন পরই উক্ত অবৈধ ড্রেজার ব্যবহারকারি লাল মিয়া ও আজিজুল পুনরায় লোকাল ড্রেজার দ্বারা বালুউত্তোরন করে যাচ্ছে । সংবাদ সংম্মেলনে বলা হয় লালমিয়া ও আজিজুল এলাকায় খুবই ভয়ংকর ও দাঙ্গাবাজ প্রকৃতির মানুষ । আবাদী ভুমি রক্ষা করার জন্য অবৈধ ড্রেজার মেশিন দ্বারা বালু উত্তোলনকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয় ।
ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষে উপস্থিত ছিলেন আবুল হোসেন সরকার , মো:মোনায়েম হোসেন , কবীর সরকার , সফি সরকার , হাজী নুরুল হুদা , কুদ্দুস আলী ।

সর্বশেষ
জনপ্রিয় খবর
%d bloggers like this: