সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : অবৈধ ড্রেজার দ্বারা বালু উত্তোলন বন্ধের দাবিতে আজ টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়ন ও কাকুয়া ইউনিয়নের বাসিন্দারা সংবাদ সম্মেলন করেছেন । আজ মঙ্গলবার সকাল ১১.৩০ মিনিটে টাঙ্গাইল প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ।
সংবাদ সম্মেলনে এলাকার বাসির পক্ষে লিখিত বক্তব্যে কোহিনুর সরকার বলেন , লাল মিয়া, পিতা: আকবর আলী গ্রাম: পাইকমুড়িল, আজিজুল পিতা বারেক মোল্লা গ্রাম কাকুয়া এরা এলাকায় ভুমিখেকো হিসেবে পরিচিত এবং অবৈধ ভাবে লোকাল ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করে আসিতেছে । প্রকৃত জমির মালিকগন বারবার বাধা দিলেও কোন কিছুর তোয়াক্কা না করে ভুমিখেকো লালমিয়া ও আজিজুল তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে ।বিশেষ করে ক্ষতিগ্রস্ত আবাদি ভুমি যার দাগ নং ২১৭৩,২১১৫,২১১৭,২১১৮,২১৭৫,২১৭৪ এর খতিয়ান নং ১০৭,১০৮,৩৯৪,৩১৯,৩৯৬ । এতে করে জমির মালিকগন ও ফসলি জমির ব্যাপক ক্ষতি হচ্ছে তেমনি প্রকৃতির বিরুপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে । ভুক্তভোগীরা লিখিত ভাবে স্থানীয় ভুমি অফিস , উপজেলা ভুমি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ করে কোন ফলাফল না পাওয়ায় , বিগত ১৮-০৯-২০১৯ ইং জেলা প্রশাসাক বরাবর লিখিত অভিযোগ করেন ভুক্তভোগীরা । যার পরিপ্রক্ষিতে ম্যাজিষ্ট্রেটের একটি টীম গ্রাম পাইকমুড়িল, কাকুয়া ও ওমরপুর এলাকা পরিদর্শন করেন গত ২৩-০৯-২০১৯ ইং তারিখে । এলাকা পরিদর্শনের সময় অবৈধ ২জন বালু ব্যবসায়ীকে আটক ও ২টি ড্রেজার মেশিন পোড়ানো হয় । ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উভয়কেই ০১ মাসের কারাদন্ড দেওয়া হয় । ম্যাজিষ্ট্রেটের অভিযান টের পেয়ে লাল মিয়া ও আজিজুল গা ঢাকা দেয় । ২দিন পরই উক্ত অবৈধ ড্রেজার ব্যবহারকারি লাল মিয়া ও আজিজুল পুনরায় লোকাল ড্রেজার দ্বারা বালুউত্তোরন করে যাচ্ছে । সংবাদ সংম্মেলনে বলা হয় লালমিয়া ও আজিজুল এলাকায় খুবই ভয়ংকর ও দাঙ্গাবাজ প্রকৃতির মানুষ । আবাদী ভুমি রক্ষা করার জন্য অবৈধ ড্রেজার মেশিন দ্বারা বালু উত্তোলনকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয় ।
ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষে উপস্থিত ছিলেন আবুল হোসেন সরকার , মো:মোনায়েম হোসেন , কবীর সরকার , সফি সরকার , হাজী নুরুল হুদা , কুদ্দুস আলী ।