সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব নৌদিবস উদযাপন করা হয়েছে। রোববার(৬ অক্টোবর) সকালে বিবেকানন্দ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
জেলা প্রশাসনের সভাকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) শাহীনুল ইসলাম ফকির, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ।