শিরোনাম
বিদ্যুতখাতে অনিয়ম ও দূর্নীতিসহ অসহনীয় লোডশেডিং এর প্রতিবাদে বিএনপির ধর্মঘট Headline Bullet       টাঙ্গাইলের নারী উদ্যোক্তাকে মারধর, দোকান ও বাড়িতে লুটপাটের অভিযোগ Headline Bullet       নাগরপুরে জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা Headline Bullet       রোটারি ক্লাবের উদ্যোগে অস্বচ্ছল শিক্ষার্থীদের নিয়ে মৌসুমী ফলের উৎসব Headline Bullet       বাসাইল পৌরসভা নির্বাচন: প্রশাসনের সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মতবিনিময় সভা Headline Bullet       হত্যার ভয় দেখিয়ে শিশু বলাৎকার, সাবেক ইউপি সদস্য আনোয়ার গ্রেফতার Headline Bullet       যায়যায়দিন সমাজের প্রকৃত চিত্রের প্রতিফলন ঘটাচ্ছে Headline Bullet       ভূঞাপুরে বেপরোয়া গতির মোটরসাইকেল কেড়ে নিলো দুইজনের প্রাণ Headline Bullet       নাগরপুরে পথসভায় উপ-মন্ত্রী এনামুল হক শামীম Headline Bullet       মির্জাপুরে দুস্থ ও হতদরিদ্রদের মাঝে হুইল চেয়ার ও নগদ অর্থ প্রদান Headline Bullet      

টাঙ্গাইল পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে দালালচক্রের ৯ সদস্য গেফতার

সোনালী বাংলাদেশ নিউজ
সম্পাদনাঃ ০৩ অক্টোবর ২০১৯ - ১২:৪৫:২৩ পিএম

সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : ২ অক্টবর বুধবার টাঙ্গাইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি দাক্ষিন) পাসপোর্ট অফিসের আশে পাশে অভিযান চালিয়ে দালাল চক্রের ০৯ সদস্যকে গ্রেফতার করে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদের সাজা প্রদান পূর্বক জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যয় এরা পাসর্পোট করতে আসা গ্রাহকদেও কাছথেকে পাসর্পোট কওে দেয়ার নামকরে অতিরিক্ত টাকা নিয়ে থাকে।

নামপ্রকাশ না করার শর্তে কয়েকজন দালাল জানায় আমরা ২০০ টাকার কামলা মাত্র ,পাসর্পোট করতে আসা সব মানুষগুলো ফর্ম ফিলাপ করতে পারেনা আমরা ফর্ম ফিলাপ করে ফাইল রেডিকরে দেই বিনিময় পাই মাত্র ২০০টাকা ,কিন্তু অফিস চ্যানেল ফির নামে অলিখিত ভাবে নিচ্ছে ১২০০টাকা । অফিসের ভিতরে সব জায়গায় সিসি ক্যামেরা থাকলেও একটি কক্ষ সি সি ক্যামেরার আওতায় নেই যে কক্ষে চ্যনেল ফি নেয়া হয়,চ্যানেল ফির টাকা পাওয়ার পর ফরমে একটি সিল বা সংকেত দিযে ফাইলটি গ্রাহকের হাতে দিয়ে লাইনে দাড় করানো হয় । ফরমে সিল রা সংকেত ছারা কেহ লাইনে দারালে তাদের ফরম টি বিভিন্ন অজুহাতে বাতিল করা হয় বা জমানেয়া হয়না,যেমন জন্মনিবন্ধন থাকলে বলে ভোটার আইডি ও লাগবে,বোটার আইডি জন্মনীবন্ধন থাকলে বলে চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে ,তানা হলে বলে মেম্বর সাথে কওে নিয়ে আসতে হবে এভাবে অফিস থেকে গ্রাহকদের হয়রানি করে পরে গ্রাহক বধ্য হয়ে চ্যানেল ফি দেয় ,আর গ্রাহকদের চ্যানেল ফির বিষয় বোঝানোর জন্যত অফিসে আনসার বাহিনী আছেই , আর আমরা ফর্ম ফিলাপ করে পাঠিয়ে দেই চ্যনেল ফি ছারা যদি কনো গ্রহক যায় তখনি অফিস পুলিশ ডেকে আমাদের বিরুদ্ধে অভিযোগ করে ।তারা আরো জানান এই চ্যানেল ফির টাকা নাকি ক্যসিনোর টাকার মত পাসেন্টিস বিভিন্ন জায়গায় দিতে হয় ,এখানে ও সরকারের শুদ্ধি অভিযান চালানো উচিৎ । তবে অফিস বিষয়টি অস্বীকার করেছেন।

সর্বশেষ
জনপ্রিয় খবর
%d bloggers like this: