
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : স্ত্রী রেখা বেগমকে বয়স্ক ভাতা কার্ড দেয়ার আশ্বাসে ৫০০ টাকা ঘুষ নেয়ার ঘটনায় টাঙ্গাইলের কালিহাতীতে শতবর্ষী এক হতদরিদ্র অসহায় বৃদ্ধকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি মেম্বার আব্দুল হামিদ মণ্ডলের বিরুদ্ধে।
আহত হওয়া বৃদ্ধ উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের গিলাবাড়ী গ্রামের মৃত ময়েস উদ্দিনের ছেলে আরফান আলী।
মঙ্গলবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টার দিকে এ ঘটনা ঘটেছে। পরে বুধবার (২ অক্টোবর) সকালে মারধরের ঘটনার বিষয়টি সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন ভুক্তভোগী বৃদ্ধ আরফান আলী ও তার পরিবারের লোকজন। জানা যায়, বৃদ্ধার তিন ছেলে ও দুই মেয়ে। ছেলেরা দিনমজুর। আর মেয়েদের বিয়ে দিয়েছেন।মারপিটের অভিযোগের ভিত্তিতে বুধবার সরজমিনে ওই বৃদ্ধার বাড়িতে গেলে ভুক্তভোগী বৃদ্ধ আরফান আলী বলেন, গত বছর বয়স্ক ভাতা কার্ড দেয়ার আশ্বাসে ৫০০ টাকা নেয় মেম্বার হামিদ মন্ডল। গরীব ও বৃদ্ধ হওয়ায় রোজগার বন্ধ হয়ে যাওয়ায় এত টাকা কাছে ছিল না। পরে ধার (ঋণ করে) টাকা নিয়ে মেম্বারকে টাকা দেয়া হয় একটি বয়স্ক ভাতা কার্ডের আশায়। কিন্তু মাসের পর মাস পেরিয়ে গেলেও সে কার্ড করে দেননি। এর মধ্য মাঝে মাঝে তার কাছে টাকা ফেরত চাইতে গেলে বা কার্ড করে দিতে বললে অকথ্য ভাষায় গালিগালাজ করতো। এক পর্যায়ে মঙ্গলবার বিকেল বেলা বাজারে হঠাৎ দেখা হলে তার কাছে টাকা ফেরত চাইলে বা কার্ড করে দিতে বললে ক্ষিপ্ত হয়ে তর্কে জড়িয়ে পড়লে লাঠি দিয়ে মারপিট করে মেম্বার হামিদ মন্ডল।মারধর ও অভিযোগের ঘটনায় উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার হামিদ মন্ডলের সাথে মোবাইল ফোনে যোগাযোগের জন্য একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।এ বিষয়ে নারান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান মারধরের বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী বাড়িতে এসেছিল অভিযোগ করতে। এ ঘটনায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম সামিম আরা নিপা বলেন, আমার কাছে এ ব্যাপারে কোনো অভিযোগ নিয়ে আসেনি। যদি অভিযোগ নিয়ে আসে তাহলে অবশ্যই খতিয়ে দেখা হবে।