
সোনলী বাংলাদেশ নিউজ ডেস্ক : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও সবজি বীজ বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের পারবহুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নগদ অর্থ ও সবজি বীজ বিতরণ পূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আইএফআরসি এর কো-অডিনেটর সুরেন্দ্র কুমার রেগমী।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের সেক্রেটারী এম এ রৌফ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান আনছারী, আইএফআরসি প্রতিনিধি মেহেদি হাসান শিশির, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বোর্ড মেম্বার ও জেলা ইউনিটের নির্বাহী সদস্য রবিন্দ্র মোহন সাহা, জেলা ইউনিটের নির্বাহী সদস্য সালাউদ্দিন হায়দার, ইউনিট লেভেল অফিসার এটিএম জিয়াউল আহসান, যুব প্রধান আরাফ-আল-জামান অনয় প্রমুখ। এসময় রেড ক্রিসেন্ট ও রেড ক্রসের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ২৫০ পরিবারের মাঝে নগদ ১১ লক্ষ ২৫ হাজার টাকা ও বিভিন্ন ধরনের সবজি বীজ বিতরণ করা হয়।