
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : টাঙ্গাইলের বাসাইলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইটি ড্রেজার জব্দ ও ৮টি ড্রেজারের পাইপ ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে। দুইদিন ব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্টরা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গত ২৩ সেপ্টেম্বর ও ২৪ সেপ্টেম্বর এ দুইদিনে উপজেলার বার্থা ও বালিনা এলাকার দুইটি ড্রেজার জব্দ করেন। এছাড়াও উপজেলার মিরিকপুরে ৩টি, মলিয়ানপুর, কাজিরাপাড়া, বাথুলীসাদী, নাইকানীবাড়ি ও বালিনা এলাকার ৮টি ড্রেজারের পাইপ ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। এসময় সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তারা সহযোগিতা করেন। ড্রেজার বিরোধী অভিযান চলায় ভূক্তভোগীরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।
স্থানীয়রা জানান, উপজেলা প্রশাসন মাঝে মধ্যে ড্রেজারের পাইপ ও মেশিন পুড়িয়ে দিলেও বালু খেকোরা পূণরায় চালু করে বালু উত্তোলন করে। প্রশাসন বন্ধ করলেও বালু খেকোরা পূণরায় চালু করার সাহস পায় কিভাবে? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সচেতন মহলে। বালু খেকোদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল ও ভূক্তভোগীরা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার বলেন, ‘গত দুইদিনে অভিযান চালিয়ে দুইটি ড্রেজার জব্দ ও ৮টি ড্রেজারের পাইপ ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে। পরবর্তীতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।