সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ডাঙ্গা ধলাপাড়া গ্রাম থেকে মঙ্গলবার(২০ আগস্ট) রাতে ১২৫পিস ইয়াবাসহ মো. আবু বক্কর সিদ্দিক(২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)। বুধবার(২১ আগস্ট) দুপুরে টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার শফিকুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। গ্রেপ্তারকৃত মো. আবু বক্কর সিদ্দিক নাগরপুর উপজেলার মীর নগর পশ্চিম পাড়া গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে।
র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার শফিকুর রহমান জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-৩ এর একটি দল নাগরপুর থানার ডাঙ্গা ধলাপাড়া গ্রামস্থ টাঙ্গাইল-আরিচা সড়কের পশ্চিম পাশে নির্মাণাধীন টিটিসি(টেকনিক্যাল ট্রেনিং সেণ্টার) এর তিনতলা ভবনের সামনে অভিযান চালায়। এ সময় ১২৫ পিস ইয়াবাসহ মো. আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করা হয়। এই বিষয়ে ডিএডি নাজিম উদ্দিন বাদী হয়ে তার নামে নাগরপুর থানায় একটি মামলা দায়ের করেন।