সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক ঃ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবকদল।
আজ মঙ্গলবার সকালে শহরের পৌর উদ্যান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় পৌর উদ্যানের সামনে এসে সংক্ষিপ্ত পথসভার আয়োজন করে।
এসময় জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি তরিকুল ইসলাম ঝলক ও সাধারন সম্পাদক এম, এ রৌফ এর নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ হাসানুজ্জামিল শাহিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি এসএম আলমগীর হোসেন, মনির হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-সম্পাদক রেজাউন হাবিব পিপুল,কামরুল হাসান উজ্জল ও মামুনুর রশিদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল করিম জুয়েল, সহ-সাধারন সম্পাদক মিজানুর রহমান সাজু, আব্দুল বারেক মিয়া ও উজ্জল হোসেনসহ অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন। অন্যথায় রাজপথে থেকে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।