সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : ‘‘জান দেবো তবু বালু দেবো না’’ স্লোগানে টাঙ্গাইলে যমুনা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে যমুনা নদী তীরবর্তী এলাকাবাসী।
আজ শনিবার টাঙ্গাইল কালিহাতী উপজেলার আলীপুর, বৈভবাড়ী, সিংগুলী, চর পৌলি, খাকছড়া, বেলটিয়া, আফজালপুরসহ যমুনা নদীর সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
মানববন্ধনে বক্তরা বলেন, গত কয়েক বছর এই নদীর পাশে বসবাসকারীদের জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এতে কর্তৃপক্ষের কোন পদক্ষেপ নেই। প্রতিদিন যেভাবে জমি বিলীন হয়ে যাচ্ছে তাতে এই এলাকার অনেক ঘরবাড়ি বিলীন হয়ে যাচ্ছে। তাই যমুনা নদীর ভাঙ্গন থেকে বাচাতে সরকারের প্রতি জোর দাবি জানান এলাকাবাসী।