সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : সারা দেশের মতো টাঙ্গাইলেও আজ ১৫ আগষ্ট যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদৎ বাষির্কী ও জাতীয় শোক পালিত হচ্ছে।
বৃহস্পতিবার সকালে শহীদ স্মৃতি পৌর উদ্যোনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মুক্তিযোদ্ধা জনতা, বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ হাজারোও মানুষ অংশ গ্রহন করে। পরে শোক শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিন করে।
শোভাযাত্রায় অংশ নেন টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম ও পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়। শোভাযাত্রা শেষে শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসুচী পালিত হচ্ছে।