
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক :টাঙ্গাইল সদর উপজেলায় ১১ নং কাতুলি ইউনিয়নে বি.জি.এফ (হত দরিদ্র) এর চাউল বিতরন করা হচ্ছে । বৃহস্পতিবার (০১-০৮-২০১৯) থেকে কাতুলি ইউনিয়ন পরিষদে দুস্থ ,অসহায় ও হতদরিদ্র ৩২০০ পরিবারে মাঝে ১৫ কেজি করে চাউল বিতরন করা হচ্ছে ।
কাতুলি ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, কাতুলি ইউনিয়নে ৯ টি ওয়ার্ডে আমরা তিনদিন চাউল দিব ৩২০০ পরিবারের মঝে ।
এ সময় উপস্থিত ছিলেন কাতুলি ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন , আওয়ামীলিগ নেতা গোলাম সরোয়ার , ১১নং কাতুলি ইউনিয়নের সকল মেম্বার ও প্রমুখ ।