সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক ঃটাঙ্গাইলের বাসাইলে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে মিটিং করাকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারী করা হয়েছে।বুধবার(৩১ জুলাই) বেলা ১১টার দিকে বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামছুন নাহার স্বপ্না স্থানীয় আওয়ামীলীগ কার্যালয় এবং বাসষ্ট্যান্ড এলাকায় এ আদেশ জারী করেন।
জানাযায় বাসাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী অলীদ ইসলাম এবং সাধারন সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস গ্রুপ নেতাকর্মীদের নিয়ে আ’লীগের উপজেলা কার্যালয়ে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে মিটিং করতে যায়। এসময় দুইগ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে যেকোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারী করা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বুধবার বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে।