
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক :যমুনা ব্যাংক লিমিটেড টাঙ্গাইল শাখার উদ্যোগে বুধবার বিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়াী টাঙ্গাইল সদর উপজেলার শিবনাথ উচ্চ বিদ্যালয় মাঠে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। যমুনা ব্যাংক টাঙ্গাইল শাখার ব্যবস্থাপক এসএভিপি অমল চন্দ্র বসাকের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র সরকারসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
এসময় বিদ্যালয় প্রাঙ্গনে কাঁঠাল, মেহগনি, আম ও নিম গাছসহ মোট ১১টি গাছের চারা রোপণ করা হয়।