
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক: “অপ্ররোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি যোগাবে নতুন মাত্রা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। (২৯) জুুলাই সোমবার দুপুর উপজেলা শহীদ মিনার চত্বরে আলোচনা সভায় আয়োজন করা হয়। এর আগে মেলা উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে রে্যলি বের হয়ে ।পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। ফলদ বৃক্ষ মেলায় বিভিন্ন ষ্টল পরিদর্শণ করে । উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত মেলায় উদ্বোধনী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামছুন নাহার স্বপ্নার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, বাসাইল পৌরসভার মেয়র আব্দুর রহিম আহমেদ,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মলি আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান সাহাদত হোসেন খান, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন অর রশীদসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধনী দিনে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নাজনীন আক্তার, সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুপালি খাতুন।