
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক :বাংলাদেশ আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মিছিল নিয়ে যাওয়ার সময় টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক আলমগীর ও তার নেতাকর্মীদের উপর সন্ত্রাসীরা হামলা চালায় ।
আজ সোমবার (২২জুলাই) দুপুরে বিশ্বাস বেতকার মোর্শেদ বাহিনীর লোকজন তার নেতা কর্মীদের উপর হামলা করে। পরে শহর আ’লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর সমাধান করতে গেলে সন্ত্রাসীরা তাকে সহ মারধর শুরু করে। এরপর পুলিশ এসে দু’দলের মাঝে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনে।
শহর আওয়ামীলীগের নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, কেন আমাদের নেতার উপর এই হামলা হল এবং কেন করলো তাদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে।
তারা আরো বলেন,সিরাজুল হক আলমগীর ১৯৭৫ সালে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্য সহ জাতীয় চার নেতা হত্যার পর টাঙ্গাইলের আওয়ামীলীগকে তিল তিল করে গড়ে তুলতে ও শিক্ষা পতিষ্ঠানসহ সারা টাঙ্গাইল জেলায় আওয়ামীলীগকে সংগঠিত করতে তার ভূমিকা অনেক ছিল। কেন তার পরেও তাকে লাঞ্চিত হতে হল ? আমরা সন্ত্রাসীদের বিচার চাই ?
এ ব্যাপারে শহর আ’লীগ সভাপতি সিরাজুল হক আলমগীর বলেন, আমি ২৫ বছর যাবত শহরের সভাপতি আজ পর্যন্ত আমি কোন খারাপ কাজ করি নাই। আমার উপর আজ যারা হামলা করেছে তাদের অতি তারাতারি আইনের আওতায় আনা হোক এ দাবী জানাই সরকারের কারের কাছে। বর্তমানে শেখ হাসিনা মেডিকেল কলেজে ভর্তি আছে।