সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : টাঙ্গাইল শহরের সিডিসি মার্কেকেটর সামনে থেকে অজ্ঞাত (৫৫) ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে তার লাশ উদ্ধার করে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে টাঙ্গাইল মডেল থানার এসআই আব্দুল আলীম বলেন, সিডিসি মার্কেটের সামনে লাশ পরে আছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় লোকটি মানসিক ভারসাম্যহীন ছিলো। মাঝে মাঝে ওই এলাকায় ঘুরাফেরা করতো। লাশ বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। লাশের পরিচিত কেউ আসলে তার নিকট হস্তান্তর করা হবে।