সোনালী বাংলাদশে নিউজ ডেস্ক :টাঙ্গাইলে কওমী ওলামা পরিষদ ও তাবলিগ জামাতের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে জেলা কওমী ওলামা পরিষদ ও তাবলিগ জামাত সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত ১৭জুন সোমবার টাঙ্গাইলের জেলা ম্যাজিস্ট্রেটের সভাকক্ষে পূর্ব নির্ধারিত বৈঠকে জেলা তাবলিগের মারকায ও জেলা তাবলিগের ব্যাপারে জেলা ম্যাজিস্ট্রেট একতরফা সিদ্ধান্ত দিয়েছেন।
জেলা ম্যাজিস্ট্রেট মো.শহীদুল ইসলাম জেলা কওমী ওলামা পরিষদ ও তাবলিগ জামাতের বিরুদ্ধে যে ১২দফা সিদ্ধান্ত পেশ করেছেন তা অবিলম্বে প্রত্যাহার ও তাদের আগের স্বাভাবিক ধর্মীয় কার্যক্রম ফিরিয়ে দেয়ার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে মুফতী আব্দুর রহমান, মুফতী মাহমুদুল হক, হাজী আবুল মনসুর, খন্দকার বদরুল আলম, মাষ্টার মতিয়ার রহমান, মো.ইমাম হাসান শাকিল, মো.আব্দুল্লাহ আল মামুন ও নুর মোহাম্মদসহ জেলা কওমী ওলামা পরিষদ ও তাবলিগ জামাতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।