সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : টাঙ্গাইল সদর উপজেলার সিলিমপুর ইউনিয়নে খাদিজা আবু বকর উচ্চ বিদ্যালয়ের দপ্তরী শফিকুল ইসলামের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে বিদ্যালয় কতৃপক্ষ ও স্থানীয় এলাকাবাসি। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাকিম, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য বুলবুল সিদ্দিক, মোঃ সাদত হোসেন ও বিশিষ্ট সমাজ সেবক আনোয়ার সাদত উজ্জল প্রমূখ।
উল্লেখ্য, গত বুধবার ভোরে টাঙ্গাইল সদর উপজেলার সিলিমপুর ইউনিয়নের সুবর্ণতলী গ্রাম থেকে শফিকুল ইসলাম (৪০) নামে এক দপ্তরীর লাশ উদ্ধার করা হয়। নিহত শফিকুল ইসলাম (৪০) সদর উপজেলার সুবর্ণতলী গ্রামের ইনছান আলীর ছেলে। সে একই গ্রামের খাদিজা আবু বকর উচ্চ বিদ্যালয়ে দপ্তরী হিসেবে কর্মরত ছিলেন।