শিরোনাম
নাগরপুরে জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা Headline Bullet       রোটারি ক্লাবের উদ্যোগে অস্বচ্ছল শিক্ষার্থীদের নিয়ে মৌসুমী ফলের উৎসব Headline Bullet       বাসাইল পৌরসভা নির্বাচন: প্রশাসনের সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মতবিনিময় সভা Headline Bullet       হত্যার ভয় দেখিয়ে শিশু বলাৎকার, সাবেক ইউপি সদস্য আনোয়ার গ্রেফতার Headline Bullet       যায়যায়দিন সমাজের প্রকৃত চিত্রের প্রতিফলন ঘটাচ্ছে Headline Bullet       ভূঞাপুরে বেপরোয়া গতির মোটরসাইকেল কেড়ে নিলো দুইজনের প্রাণ Headline Bullet       নাগরপুরে পথসভায় উপ-মন্ত্রী এনামুল হক শামীম Headline Bullet       মির্জাপুরে দুস্থ ও হতদরিদ্রদের মাঝে হুইল চেয়ার ও নগদ অর্থ প্রদান Headline Bullet       আন্তঃজেলা ভলিবল প্রতিযোগিতায় আঞ্চলিক চ্যাম্পিয়ন টাঙ্গাইল Headline Bullet       বাজেটে কৃষিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি—- কৃষিমন্ত্রী Headline Bullet      

মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট হাসান আলী রেজার সন্ধ্যান চেয়ে সংবাদ সম্মেলন

সোনালী বাংলাদেশ নিউজ
সম্পাদনাঃ ১০ জুলাই ২০১৯ - ০৬:৫৩:১৫ পিএম

সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক ঃকৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতাকালিন কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য বীরমুক্তিযোদ্ধা প্রবীণ আইনজীবি অ্যাডভোকেট মিঞা মোঃ হাসান আলী রেজার সন্ধ্যান চেয়ে সংবাদ সম্মেলন করেছেন কৃষক শ্রমিক জনতালীগ ও তার পরিবার। ৮ জুলাই সোমবার সন্ধ্যা আনুমানিক সোয়া ৬টায় তিনি বাসা থেকে বের হয়ে যান আর ফিরে আসেননি। তাকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও পাওয়া যায়নি। এ ঘটনায় টাঙ্গাইল মডেল থানায় একটি জিডি করা হয়েছে।
বুধবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনের নিখোঁজ হাসান আলী রেজার সন্ধ্যান চেয়ে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন কৃষক শ্রমিক জনতালীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতিক। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা কৃষক শ্রমিক জনতালীগের সাবেক সভাপতি এএইচএম আব্দুল হাই, কেন্দ্রীয় নেতা এটিএম সালেক হিটলু, নিখোঁজ হাসান আলী রেজার স্ত্রী রাবেয়া হাসান, মেয়ে মাহমুদা হাসান মিতু, ছেলে রাশেদুল হাসান টিটু ও মাহমুদুল হাসান লিটুসহ জেলা কৃষক শ্রমিক জনতালীগের নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে কৃষক শ্রমিক জনতালীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতিক জানান, গত সোমবার ৭৬ বছর বয়স্ক এডভোকেট হাসান আলী রেজা টাঙ্গাইল শহরের সাবালিয়া বাসা থেকে চা খাওয়ার জন্য বের হন। এর পর ঐ এলাকার একটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় হেলমেট ও রেইনকোর্ট পরিহিত এক যুবকের মোটর সাইকেলের পিছনের চড়ে যাচ্ছেন। তার পর থেকে আর তাকে খুজে পাওয়া যাচ্ছে না। তার নিখোঁজ হওয়ার পর থেকে কৃষক জনতালীগের নেতাকর্মী ও তার পরিবারের লোকজন উদ্ধেগ উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন। সংবাদ সম্মেলনে হাসান আলী রেজাকে দ্রুত ফেরত পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
নিখোঁজের বিষয়টি র‌্যাবকেও অবহিত করা হয়েছে। মুক্তিযোদ্ধা ও অ্যাডভোকেট মোঃ হাসান আলী রেজাকে উদ্ধারে সাদা ও পোশাকধারী পুলিশের পাশাপাশি র‌্যাবও কাজ করছেন বলে জানান তিনি। এ সময় নিখোঁজ হওয়ার ঘটনায় কোন হুমকি অথবা চাঁদাদাবী করা হয়নি বলেও জানান তিনি।
এ প্রসঙ্গে মুক্তিযোদ্ধা ও অ্যাডভোকেট মোঃ হাসান আলী রেজার ভাই ঘাটাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম জানান, তার ব্যবহৃত মোবাইল ফোনে কোন কল যাচ্ছে না, নিখোঁজের পর থেকে সেটি বন্ধ রয়েছে।

সর্বশেষ
জনপ্রিয় খবর
%d bloggers like this: