সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক ঃ টাঙ্গাইল জেলা বিএনপিকে দুই ভাগে ভাগ করার ষড়যন্ত্রের প্রতিবাদে ও অবিভক্ত টাঙ্গাইল জেলা বিএনপি রক্ষার দাবীতে মানব বন্ধন কর্মসূচী পালন করেছে জেলা বিএনপির নেতা কর্মীরা।গতকাল বুধবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, মাহমুদুল হক সানু, আনিছুর রহমান আনিস, যুগ্ন-সম্পাদক আবুল কাসেম সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলাদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এই মানববন্ধনে বক্তরা বলেন টাঙ্গাইলকে উত্তর ও দক্ষিনে ভাগ করা হলে বিএনপি আর উঠে দাড়াতে পারবে না কারন টাঙ্গাইলে সারা জীবনের জন্য বিএনপিতে কন্দল লেগে থাকবে । এছাড়া টাঙ্গাইলে অন্যকোন রাজনীতে দলে উত্তর দক্ষিন নাই ।
উল্লেখ্য, কেন্দ্রীয় বিএনপি টাঙ্গাইল জেলা বিএনপিকে টাঙ্গাইল(উত্তর) ও টাঙ্গাইল(দক্ষিন) এই দুই ভাগে বিভক্ত করার চিন্তা ভাবনা করছে বলে দলীয় সুত্রে জানা গেছে।
এই মানব বন্ধন কর্মসূচীতে জেলা বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদক অনুপস্থিত ছিলেন।