
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গণিত শিখো, স্বপ্ন দেখো এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ভারতেশ্বরী হোমস্ েদিনব্যাপী শুরু হয়েছে গণিত উৎসব। রোববার (৭ জুলাই) সকাল ১১টার সময় দিবসটি উপলক্ষে ভারতেশ্বরী হোমসের পি.পি.এম হলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের পরিচালক (শিক্ষা) একুশে পদক প্রাপ্ত ভাষা সৈনিক প্রতিভা মুৎসুদ্দী।
সে সময় অন্যান্যের মধ্যে ভারতেশ্বরী হোমসের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মি. অমলেন্দু সাহা, সিনিয়র সহকারি অধ্যক্ষ গোলাম কিবরিয়াসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন, হোমসের সিনিয়র শিক্ষক ও সাংস্কৃতিক বিভাগের প্রধান হেনা সুলতানা।
গণিত উৎসব দুই খন্ডে অনুষ্ঠিত হয়। ১ম পর্যায়ে ৩য় শ্রেণি- দ্বাদশ শ্রেণির মোট ১৮২ শিক্ষার্থীর অংশগ্রহণে ৪ টি গ্রুপের ১ ঘন্টা ১৫ মিনিট অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষা। ২য় পর্যায়ে সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয় গণিতের উপর কুইজ প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে বিকেলে উৎসবে অংশগ্রহণকারীদের মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে বলেও কর্তৃপক্ষ সুত্রে জানা গেছে।
এ বিষয়ে ভারতেশ্বরী হোমসের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মি. অমলেন্দু সাহা সাংবাদিকদের জানান, বিজ্ঞানের যেকোনো বিষয় বুঝতে গেলে গণিতের প্রয়োজন। শিক্ষার্থীরা যদি একবার গণিতের দিকে এগিয়ে যায় তাহলে ভবিষ্যতে ভালো করবে। পরবর্তী বছরগুলোতেও এ ধরণের আয়োজন অব্যাহত থাকবে।