সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়া থেকে ৮৫ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে র্যাব । বূধবার সন্ধায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতারর করে র্যাব ।
গ্রেফতারকৃত মাদকব্যবসায়ী, অনিক আহমেদ বাবু (২৯) । সে টাঙ্গাইল পৌর এলাকা আকুর টাকুর পাড়া ছোট কালিবাড়ির মো.শাহীন আলমের ছেলে ।
এ প্রসঙ্গে র্যাব ১২, সিপিসি ৩, টাঙ্গাইল কোম্পানির ভারপ্রাপ্ত কোম্পানির কমান্ডার . সিনিয়র সহকারি পুলিশ সুপারের শফিকুর রহমান জানান. একটি গোপন সংবাদেদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী অনিক আহমেদ ওরফে বাবুকে নিজ বাসা থেকে ৮৫ পিস ইয়াবা সহ হাতে নাতে ধরা হয় । এ সময় তার কাছ থেকে ৮৫ পিস ইয়াবা ছাড়া ও একটি মোবাইল সেট, ০২ সিম কার্ড ও নগদ পাঁচশত ১৪ টাকা পাওয়া যায় ।
তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় দেশের প্রচলিত মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে ।