
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : টাঙ্গাইলে গোলাপ মিয়া সহ তিনজনকে চাপা দিয়ে নৃশংসহ ভাবে হত্যার অভিযোগে বাস চালকের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে । রোববার ৩০ জুন সকালে টাঙ্গাইল প্রেসকøাবের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করেন টাঙ্গাইল সদর উপজেলার নগর জলফৈ গ্রামের নিহত পরিবার , রেডিয়ান্স মডেল স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসি ।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন , নিহত গোলাপের স্ত্রী সুলতানা আক্তার, নিহতের ছোট ভাই সবুজ আহম্মেদ, বোন লাকী আক্তার , ভাই শান্ত মিয়া স্থানীয় মাতব্বর ছানোয়ার প্রমুখ । এ সময় নিহতের চার বয়সি একমাত্র শিশুকন্যাসহ রেডিয়ান্স মডেল স্কুলের শিক্ষার্থী ও নগর জলফৈ গ্রামের ৬ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগন মানববন্ধনে অংশ নেয় । বক্তারা বলেন , ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বিসিক শিল্পী নগরির সামনে গত ৩০শে জুন বিকালে যে দুর্ঘগটনা ঘটে তা কোন ভাবেই দুর্ঘগটনা ছিল না । নিরালা সুপার পরিবহন ( ঢাকা-মেট্র-ব ১৪-০০১৭) কমল ঘোষ ইচছাকৃতভাবে ব্যাটরি চালিত অটোরিকসাকে চাাপাদেয় ।এতে নগর জলফৗ গ্রামের মৃত হেকমত মিয়ার ছেলে গোলাপ মিয়া , অটো চালক রায়মোহন দাস (৪৭) ও অজ্ঞাত এক নারী নিহত হয় ।
পরিবারের পক্ষ থেকে জানানো হয় ,এ বিষয়ে টাঙ্গাইল মডেল থানায় মামলা(নং৩৩/২৯২ তাং ২৪/০৬/২০১৯ ইং) দায়ের করা হয়েছে । কিন্ত টাঙ্গাইল জেলাবাস কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতারা ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে চালানোর অপচেষ্টা করছে । তারা গোলাপ মিয়ার হত্যার বিচার চান ।
টাঙ্গাইর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সায়েদুর রহমান জানান , এবিষয়ে দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে গুরতর জখম , মৃত্যু ও ক্ষতিসাধন করার অপরধে গাড়িচালক কমল ঘোষকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে । মামলাটি মধুপুর(এলেঙ্গা) হাইওয়ে পুলিশ তদন্ত করছে ।