সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক :টাঙ্গাইলে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রোববার কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।সকালে দলীয় কার্যালয়ে এর আয়োজন করা হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জেলা আওয়ামী লীগ, মহিলালীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অন্যান্য সহযোগী সংগঠন।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলমগীর খান মেনু, সহ-সভাপতি আনিছুর রহমান আনিছ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, যুগ্ম-সাধারণ সম্পাদক নাহার আহমদ, পৌর মেয়র জামিলুর রহমান মিরন, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, দেলদুয়ার উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।