
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক :টাঙ্গাইলের গোপালপুরে দৈনিক যুগান্তর ও মজলুমের কন্ঠের গোপালপুর সংবাদদাতা সেলিম হোসেন, গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় মারাত্মভাবে আহত হয়েছেন।প্রথমে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর, তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং সেখান থেকে ঢাকা পঙ্গু হাসপাতালে ইমার্জেন্সি পুরুষ V-1 ওয়ার্ডে চিকিৎসারত অবস্থায় ভর্তি আছে , গতকাল শনিবার রাত দশটার দিকে প্রাথমিক অস্ত্রোপচার হয়েছে ,এবং কিছু টেস্ট দিয়েছে তা দেখার পর আবার অস্ত্রোপচার হবে কর্তব্যরত ডাক্তার বলে জানিয়েছেন ।দূর্ঘটনায় তার ডান পায়ের দুই স্থানের হাড় ভেঙ্গে গেছে। মাংস থেতলে ও ছুঁবলে গিয়ে ব্যাপক রক্তপাত হয়।সেলিম গতকালল সকাল আটটার দিকে গোপালপুর থেকে সিএনজি করে ধনবাড়ী যাওয়ার পথে শ্যালোইঞ্জিন চালিত নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির চালকসহ সকল যাত্রী কমবেশি আহত হয়।তার বাবা-মা তার সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।