শিরোনাম
নাগরপুরে ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে ভূমিসহ গৃহ হস্তান্তর Headline Bullet       সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ মাহফিল Headline Bullet       টাঙ্গাইলে ‘দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম বাস্তবায়ন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে Headline Bullet       টাঙ্গাইলে এসপি’র কাছে থেকে বিনামূল্যে স্কুল ড্রেস ও চকলেট পেলো সুবিধাবঞ্চিত শিশুরা Headline Bullet       টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রদের ইফতার সামগ্রী বিতরণ Headline Bullet       বাসাইল পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন Headline Bullet       টাঙ্গাইলে ডিবি পুলিশের ভুয়া পরিচয়দানকারী ৪ ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব Headline Bullet       টাঙ্গাইলে শ্রেণিকক্ষ ঘুরে ঘুরে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও Headline Bullet       করটিয়া সা’দত বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ইউসুফ সম্পাদক রাজীব Headline Bullet       প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহহীন ও ভুমিহীনদের জন্য ঘর উদ্বোধন বিষয়ে টাঙ্গাইলে প্রেস ব্রিফিং Headline Bullet      

টাঙ্গাইলে ৫ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মুয়াজ্জিন গ্রেফতার

সোনালী বাংলাদেশ নিউজ
সম্পাদনাঃ ২২ জুন ২০১৯ - ০৩:৩৩:৩৮ পিএম


সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক :
টাঙ্গাইলের সখীপুরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার মামলায় রুহুল আমিন (৩৫) নামের এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। সখীপুর উপজেলার কুতুবপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন। বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বড়কা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার রুহুল আমিনকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে ওই ছাত্রীর মা গত সোমবার সখীপুর থানায় ওই মুয়াজ্জিনকে একমাত্র আসামি করে ধর্ষণ চেষ্টার মামলা করেন। গ্রেফতারকৃত রুহুল আমিন একবছর ধরে সখীপুর উপজেলার কুতুবপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন পদে চাকরি করতো। ওই ঘটনার পর থেকে সে পালিয়ে যায়।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার কুতুপুর গ্রামের ৫ম শ্রেণিতে পড়–য়া এক ছাত্রীর মাথা ব্যথা রোগ সারাতে ঝাড়-ফুক দিতে ছাত্রীর বাড়িতে যায় মসজিদের মুয়াজ্জিন রুহুল আমিন। এক পর্যায়ে ওই ছাত্রীকে জ্বিনে ধরেছে বলে জানায় সে। পরে জ্বিন ছাড়াতে বাটিতে করে সরিষার তেল নিয়ে ওই মুয়াজ্জিন ছাত্রীকে একা একটি ঘরে নিয়ে গিয়ে চোখে সরিষার তেল লাগিয়ে দেয়।পরে যার ফুকের এক পর্যায়ে ছাত্রীর কাপড়-চোপড় খুলে ধর্ষণের চেষ্টা করলে সেই সময় মেয়েটি চিৎকার করে ওঠে। চিৎকার শুনে বাড়ির লোকজন মুয়াজ্জিনকে আটক করে গণধোলাই দেয়। পরে এ বিষয়ে শালিশ করা হবে বলে তাকে স্থানীয় মাতাব্বররা ছেড়ে দেয়। এ ঘটনার কোন সোরাহা না মেলাতে পেরে ওই ছাত্রীর মা গত সোমবার সখীপুর থানায় মুয়াজ্জিনকে একমাত্র আসামি করে ধর্ষণ চেষ্টার মামলা করলে বৃহস্পতিবার রাতে পুলিশ মুয়াজ্জিন রুহুল আমীনকে গ্রেফতার করে।এ ব্যাপারে সখীপুর থানার ওসি (তদন্ত) এএইচএম লুৎফুল কবির বলেন, ধর্ষণ চেষ্টা মামলায় রুহুল আমিনকে গ্রেফতার করে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ
জনপ্রিয় খবর
%d bloggers like this: