
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
পুলিশ পরিচয়ে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার ও কয়েকটি মোবাইল স্টে উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় পুলিশ চেকপোষ্ট বসিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সদস্যরা হলেন মাদারীপুর জেলার শিবচর উপজেলার মো. দলির উদ্দিনের ছেলে মো. আব্দুল কুদ্দুছ (৫৬), চাঁদপুর জেলার কচুয়া উপজেলার মো. চাঁন মিয়ার ছেলে মো. তৈয়ব আলী (৫৫) এবং একই উপজেলার মো. আবুল কালাম মিয়ার ছেলে মো. খঁবির উদ্দিন (৫৭) । মির্জাপুর থানা পুলিশ সুত্র জানায়, ছিনতাইকারী চক্রের সদস্যরা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ছাড়াও ঢাকা-মানিকগঞ্জ-আরিচা মহাসড়ক, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ঢাকা-সিলেট-নরসিংদী মহাসড়ক ও ঢাকা-চট্রগ্রাম-কুমিল্লা মহাসড়কে ছিনতাই করে আসছিল। মঙ্গলবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্র থেকে টাঙ্গাইল আসার পথে কালিয়াকৈর উপজেলার সুত্রাপুর এলাকা থেকে রাস্তার পাশে দাড়ানো যাত্রী মো. জালাল উদ্দিন ও এক মহিলাকে পুলিশের ভয় দেখিয়ে প্রাইভেটকারে উঠায়। এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। দুই যাত্রী কান্নাকাটি করলে ঘটনা বেগতিক দেখে চক্রটি তাদের রাস্তার পাশে ছেড়ে দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। রাস্তায় নামার পর ঐ দুই যাত্রী ঘটনাটি পুলিশকে জানায়। পরে মির্জাপুর থানার এসআই মো. হারিছ আলী ও এএসআই মো. রেজাউল করিমসহ পুলিশ সদস্যরা গোড়াই এলাকায় চেকপোষ্ট বসিয়ে প্রাইভেটকারসহ ঐ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছেন তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এবং তারা আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সক্রীয় সদস্য।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুল হক মিজান বলেন, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ছিনতাইকারী দলের সদস্য। তাদের কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়েছে। এদের নামে টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু থানা, সাভার থানাসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে।