ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ গতকাল বুধবার টাঙ্গাইলের ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাঝে দুর্নীতি বিরোধী রচনা, বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল জেলা সমন্বিত দুর্নীতি দমন কমিশনের ব্যবস্থাপনায়, ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয় সততা সংঘের আয়োজনে দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতার ও শিক্ষার্ত্রীদের দুর্নীতির কুফল বিষয়ে সম্যক জ্ঞান বা ধারণার উদ্দ্যেশে সকালে বিদ্যালয়ের হল রুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দীনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহিনুর ইসলাম, একাডেমিক সুপারভাইজার তাহমিনা আক্তার, ভূঞাপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানসহ শিক্ষক ও ছাত্র ছাত্রী। “দুর্নীতিই উন্নয়নের প্রধান অন্তরায়” বিষয় ভিক্তিক বিতর্ক প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দুইটি ভাগে বিভক্ত হয়ে পক্ষে বিপক্ষে প্রতিযোগিতা করে বিজয়ী হয় পক্ষ দল এবং সেরা প্রতিযোগী হয় বিপক্ষ দলের নবম শ্রেণির ছাত্রী নিরুপমা শাহরিয়ার। পরে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে বই প্রদান করেন।