সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত টাঙ্গাইল সাংস্কৃতিক নগরী দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রশাসনিক ও রাজনৈতিক হস্তক্ষেপ কামনায় টাঙ্গাইল সাংস্কৃতিক নগরী দ্রুত বাস্তবায়ন চাই সমন্বয় কমিটির আয়োজনে ১৫ ই জুন শনিবার বেলা ১১:৩০ মিনিটে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট নাট্য অভিনেতা জাকির হোসেনের সভাপতিত্বে (সভাপতি, সংকেত নাট্যদল, টাঙ্গাইল ) এ সময় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কার্যকরী সভাপতি বিপ্লব দত্ত পল্টন (পরিচালক, নাট্য¯্রােত,টাঙ্গইল ) ,সিনিয়র সহ সভাপতি আহমেদ উল হক সিদ্দিকী রতন( সভাপতি, সমমনা সাংস্কৃতিক সংসদ , টাঙ্গইল )
সাধারন সম্পাদক প্রকোশলী জাহাঙ্গীর খান ( সাধারন সম্পাদক ,থিয়েটার ,টাঙ্গাইল ।সাংগঠনিক সম্পাদক এনামুল হক দীনা ( সহ-সভাপতি ,নাট্য¯্রােত , টাঙ্গইল ফিরোজ আহমেদ বাচ্চু । কুদ্দুস শিকদার (যুগ্ন মহাসচিব সচেতন নাগরিক ফোরাম বাংলাদেশ জেলা কমিটি) টাঙ্গাইল । সখিপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফা আনোয়ার সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।