সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক ঃটাঙ্গাইলের গোপালপুরে পুরাতন পৌর মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকাল ৮টার দিকে এ ভয়াবহ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ও স্থানীয়রা কাজ করে প্রায় দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে কাপড়, জুতা ও হার্ডওয়ারের ৮টি দোকান পুড়ে যায়।
স্থানীয়রা জানায়, সকালে একটি কাপড়ের দোকানে আগুন লাগে। পরে পাশের দোকানগুলোতেও আগুন ছড়িয়ে পড়ে। এতে করে কমপক্ষে ৮ টি দোকান পুড়ে যায়।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, সকালে গোপালপুর পৌর মার্কেটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দেড় ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। কয়েকটি দোকানে দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রন আনতে বেগ পেতে হয়েছে। প্রাথমিক ভাবে আগুন লাগার কারন জানা যায়নি বলে তিনি জানান।তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে প্রত্যেক্ষদর্শীরা জানায়, কোটি টাকা উপরে ক্ষতি হতে পারে।