শিরোনাম
ভূঞাপুরে বেপরোয়া গতির মোটরসাইকেল কেড়ে নিলো দুইজনের প্রাণ Headline Bullet       নাগরপুরে পথসভায় উপ-মন্ত্রী এনামুল হক শামীম Headline Bullet       মির্জাপুরে দুস্থ ও হতদরিদ্রদের মাঝে হুইল চেয়ার ও নগদ অর্থ প্রদান Headline Bullet       আন্তঃজেলা ভলিবল প্রতিযোগিতায় আঞ্চলিক চ্যাম্পিয়ন টাঙ্গাইল Headline Bullet       বাজেটে কৃষিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি—- কৃষিমন্ত্রী Headline Bullet       দীর্ঘ ৯ বছর পর জেলা যুবলীগের কমিটি ঘোষণায় টাঙ্গাইল বর্ণাঢ্য আনন্দ মিছিল  Headline Bullet       বীর নিবাস’ আবাসন কাজে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন Headline Bullet       মধুপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানে থাকা স্বামী-স্ত্রী-সন্তানসহ ৪ জনের   Headline Bullet       মির্জাপুরে ইউএনওর উদ্যোগে ফলজ বৃক্ষের চারা বিতরণ Headline Bullet       টাঙ্গাইলে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন Headline Bullet      

বাসাইল উপজেলা পরিষদে নবনির্বাচিতদের বরণ ও পুরাতনদের বিদায় সংবর্ধনা

সোনালী বাংলাদেশ নিউজ
সম্পাদনাঃ ১৩ জুন ২০১৯ - ০৩:৩৭:৪৭ পিএম

সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক :

টাঙ্গাইলের বাসাইল উপজেলা পরিষদে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ ও পুরাতন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে একদিকে দায়িত্বভার গ্রহণের জন্য চুখেমুখে জ¦ল জ¦ল করছে বিষ্ময়ের আলো। অপরদিকে ছলছল টলমল চোখে বিদায়ের অপেক্ষায় বিদায়ী প্রতিনিধিরা। আয়োজক ও উভয় পক্ষের কর্মীদের মাঝে একদিকে যেমন আছে নতুনদের বরণ করার আনন্দ অপরদিকে পুরাতনদের বিদায় দেবার বেদনাও।

এমনই এক পরিবেশে একদিকে বরণ করা হল উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের অপর দিকে বিদায় জানানো হল পুরাতন প্রতিনিধিদের।

বুধবার (১২ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এক অনারম্বর আয়োজনের মধ্যদিয়ে এ বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠতি হয়। উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্নার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নবনির্বাচিত চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, বিদায়ী চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, বাসাইল পৌরসভার সাবেক মেয়র মজিবর রহমান, বাসাইল সদর  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ মিয়া, জেলা কৃষকলীগের সভাপতি জহিরুল ইসলাম মাস্টার, উপজেলা কৃষি কর্মকর্তা নাজনীন আক্তার প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আলহাজ শাহাদত হোসেন ও মলি আক্তার, বিদায়ী ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম খান ও রাশেদা সুলতানা রুবি, বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম তুহীন আলীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, ইউপি চেয়ারম্যানবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতা কর্মীবৃন্দ।

সর্বশেষ
জনপ্রিয় খবর
%d bloggers like this: