বাসাইল প্রতিনিধি ঃ
টাঙ্গাইলের বাসাইলে উন্নত রাস্ট্র ও জাতি গঠন বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ ও সম্পৃক্তকরণের লক্ষ্যে প্রচার কার্যক্রম বিষয়ক আলোচনা সভা, সঙ্গীতানুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বাসাইল উপজেলা পরিষদ হলরুমে জেলা তথ্য অফিস আয়োজিত এ সভায় বাসাইল উপজেলা নির্বাহী অফিসার শামছুন নাহার স্বপ্না’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-০৮(বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবী, নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান, নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মলি আক্তার, সকল ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ,সাংবাদিক, উপজেলা পরিষদের সকল কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে সরকারের উন্নয়ন কর্মকান্ডের সকল তথ্য উল্লেখ করে বিস্তারিত আলোচনা করেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ।